ফাইভজি সমর্থিত আইফোনের দাম কেমন হবে?

বণিক বার্তা ডেস্ক

আগামী বছর পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত আইফোন আনতে পারে অ্যাপল। আইফোনে ফাইভজি সমর্থন আনা হলেও ডিভাইসগুলোর দাম খুব বেশি বাড়ানো হবে না বলে মন্তব্য করেছেন টিএফ সিকিউরিটিজের বিশ্লেষক এবং খ্যাতনামা অ্যাপল পণ্য বিশ্লেষক মিং চি কুয়ো। খবর সিনেট।

মিং চি কুয়োর দাবি, আগামী বছর একযোগে চারটি আইফোন উন্মোচন করবে অ্যাপল। সবগুলো ডিভাইসে ফাইভজি সমর্থন আনা হতে পারে। চড়া দামের কারণে টানা কয়েক প্রান্তিক ধরে আইফোন বিক্রি কমছে। যে কারণে নতুন আইফোনে ফাইভজি সমর্থন আনা হলেও দাম বাড়ানো হবে না।

তিনি বলেন, ফাইভজি যন্ত্রাংশের কারণে আইফোনের উৎপাদন খরচ ৩০-১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। সরবরাহ ব্যবস্থার ব্যয় কমিয়ে বাড়তি উৎপাদন খরচ মিলিয়ে নেবে অ্যাপল। পাশাপাশি ফাইভজি ফোনের জন্য নতুন ধাতব কাঠামোর নকশায় সরবরাহকারীদের প্রকৌশল খরচ কমিয়ে আনবে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন