তীরন্দাজদের ফ্যামিলি ডে

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে থাইল্যান্ড থেকে ফিরে নেপালের জন্য ব্যাগ গোছাতে হয়েছে। এসএ গেমসে নেপাল মাতিয়ে ফেরার পর থেকেই অনুশীলনের শৃঙ্খলায় ফের বন্দি হতে হয়েছে আরচারদের। সামনেই জাতীয় চ্যাম্পিয়নশিপ, তার পরই হয়তো ছুটি মিলবে। তার আগে তীরন্দাজদের ছকবাঁধা জীবনের বাইরে নিয়ে যেতে গতকাল ফ্যামিলি ডে আয়োজন করেছিল বাংলাদেশ আরচারি ফেডারেশন।

টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের আরচারি প্রশিক্ষণ কেন্দ্রে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের মিলনমেলা হয়ে গেল গতকাল। আনন্দঘন সন্ধ্যায় ছিল নানা বিনোদনের ব্যবস্থা। তীরন্দাজদের অবসাদ কাটিয়ে ওঠার জন্য ছিল আয়োজন।

সবাই একত্র হয়েছি। গান-বাজনা, খাওয়া-দাওয়া চলছে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পরিবারের সদস্যরা একত্র হয়েছি। খেলার বাইরে একটা দিন সবাই উপভোগ করছে’—গত সন্ধ্যায় বণিক বার্তাকে বলছিলেন আরচারি কোচ জিয়াউল হক জিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন