ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মিলনমেলা

বণিক বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁও

পাথরকালী পূজা উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারো ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার কোচল সীমান্ত খুলে দেয়া হয় সুযোগে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে ভিড় করেন দুই দেশের বাসিন্দারা গতকাল সকাল ৯টায় সীমান্ত খুলে দেয়ার পর স্বজনদের সঙ্গে দেখা করেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ

ঠাকুরগাঁও জেলার শেষ প্রান্তে অবস্থিত হরিপুর উপজেলা প্রতি বছরের মতো এবারো হরিপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের উভয় পক্ষের প্রশাসনের সহায়তায় কাঁটাতারের দুই পাশে উন্মুক্ত করে দেয়া হয় চাপসার কোচল সীমান্ত এলাকা স্বজনদের এক নজর দেখতে হরিপুর উপজেলার আশপাশের মানুষ ছাড়াও জেলার দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ ভিড় করেন সীমান্ত এলাকায় সময় কাঁটাতারের দুই প্রান্তে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন তারা আবার অনেকে নিজের দেশের খাবার প্রয়োজনীয় জিনিসপত্রও বিনিময় করেন হাজারো মানুষের ভিড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত সীমান্ত এলাকায় পরিণত হয় মিলনমেলায়

উপলক্ষে রকমারি খাবারসামগ্রী, প্রয়োজনীয় জিনিস, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা বসে মন্দির প্রাঙ্গণে

হরিপুর উপজেলার গোবিন্দপুর এলাকার সুবোত কুমার, হরিলাল পাল, সুচিত্রা রানীসহ অনেকে জানান, পাসপোর্ট করে ভারতে গিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা সম্ভব হয় না তাই প্রত্যেক বছর

এই দিনের অপেক্ষায় থাকেন তারা আজ (গতকাল) স্বজনদের সঙ্গে দেখা করে সুখ-দুঃখের কথা আদান-প্রদান করেন তারা এছাড়া ভারতে থাকা স্বজনরা খাবার কাপড় আমাদের দিয়েছে আমরাও আমাদের দেশের খাবার দিলাম

হরিপুর উপজেলার গোবিন্দপুর পাথরকালী জিও মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি নগেন কুমার পাল জানান, দীর্ঘদিন ধরে পাথর কালীপূজা উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হয় এতে দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসেন ভারতে থাকা আত্মীয়স্বজনের এক নজর দেখতে প্রশাসনও বিষয়ে সহযোগিতা করে

হরিপুর থানার এএসআই তসির উদ্দিন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি আমরাও চাই দুই দেশের মানুষের মাঝে কুশল বিনিময় হোক

দিনাজপুর জেলার ৪২ বিজিবির ফকিরগঞ্জ কোম্পানি কমান্ডার মো. মনসুর আলী জানান, আমাদের দুই দেশের সুসম্পর্কের কারণে পাথর কালীপূজা উপলক্ষে একদিনের জন্য সীমান্ত এলাকা উন্মুক্ত করে দেয়া হয় সুযোগে দুই দেশের নাগরিক একে অন্যের সঙ্গে দেখা করতে পারেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন