দুই বছরের সর্বোচ্চে যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি

বণিক বার্তা ডেস্ক

 যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ সয়াবিন সরবরাহকারী দেশ এদিকে তেলবীজটির শীর্ষ ভোক্তা দেশ চীন দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরুর পর বেইজিংয়ের আমদানিকারকরা ওয়াশিংটন থেকে মুখ ফিরিয়ে নেন এতে যুক্তরাষ্ট্র থেকে পণ্যটির রফতানি রেকর্ড কমে যায় তবে চলতি রফতানি মৌসুমে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানিতে চাঙ্গা ভাব ফিরেছে এর পেছনে অবশ্য চীনের আমদানি বৃদ্ধিই প্রধান ভূমিকা রেখেছে খবর রয়টার্স

ইউএস সেন্সাস ব্যুরো কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫৯ লাখ ৪০ হাজার টন সয়াবিন রফতানি হয়েছে, যা ২০১৭ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ মাসভিত্তিক রফতানি একই সঙ্গে আগের বছরের একই মাসের তুলনায় শতাংশ বেশি

এদিকে সময়ে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি কয়েক গুণ বেড়েছে, যা সামগ্রিকভাবে দেশটির রফতানি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশটি থেকে মোট ১১ লাখ টন সয়াবিন রফতানি করেছে বেইজিং আগের বছরের একই মাসে দেশটি থেকে এক লাখ টনেরও কম সয়াবিন আমদানি করেছিলেন চীনের আমদানিকারকরা

একই কারণে নভেম্বরেও যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যটির রফতানি বাড়বে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, সময়ে দেশটি মোট ৬৯ লাখ টন সয়াবিন রফতানি করতে পারে, যার ৬৫ শতাংশের গন্তব্য হতে পারে চীন

এদিকে অক্টোবরে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানিতে মন্দা ভাব বজায় রয়েছে সময় দেশটি থেকে সব মিলিয়ে ২৩ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে, যা ২০১২ সালের পর একই মাসের সর্বনিম্ন রফতানি তবে আগের মাসের তুলনায় খাদ্যপণ্যটির রফতানি বেড়েছে ১৪ শতাংশ নিয়ে চলতি বিপণন বর্ষের প্রথম দুই মাসে (সেপ্টেম্বর-অক্টোবর) ৪৩ লাখ ৩০ হাজার টন ভুট্টা রফতানি করেছে দেশটি, যা গত সাত বিপণন বর্ষের মধ্যে সবচেয়ে কম আগের বিপণন বর্ষের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ কম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন