৩১ জানুয়ারি ব্রেক্সিট বাস্তবায়নের প্রত্যয় বরিস জনসনের

বণিক বার্তা ডেস্ক

 যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির নিরঙ্কুশ জয়ের পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রস্থানের বাধা কাটতে যাচ্ছে দেশটির বছরের পর বছর ধরে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে আগামী মাসের শেষেই ব্রেক্সিট কার্যকরের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন খবর হিন্দুস্তান টাইমস

গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫০ আসনবিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টে ৩৬৪টি আসন নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি

এদিকে ২০২০ সালের ৩১ জানুয়ারি ইইউ থেকে মসৃণভাবে ব্রিটেনকে বের করে আনতে নির্বাচনে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা আশা করছিলেন বরিস জনসন তার সে আশা বাস্তবে রূপ নিতে চলেছে ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিরঙ্কুশ বিজয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দলীয় আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে গত তিন বছরেও ব্রেক্সিট কার্যকর করতে পারেনি ক্ষমতাসীন কনজারভেটিভরা ব্রেক্সিট বাধা দূর করতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে তাই সাধারণ নির্বাচনের ডাক দিয়েছিলেন জনসন

গতকাল ঐতিহাসিক জয়ের পর বরিস জনসন বিজয় ভাষণে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩১ জানুয়ারি ব্রেক্সিট বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন