পুড়ছে আসাম, দিল্লির কনসার্ট বাতিল পাপনের

ফিচার ডেস্ক

বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম উত্তাল হয়ে উঠেছে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ-সহিংসতা কারণে দিল্লিতে অনুষ্ঠেয় মিউজিক শো বাতিল করেছেন ভারতীয় সংগীতশিল্পী পাপন কারণ হিসেবে পাপন জানিয়েছেন, যে মুহূর্তে তার নিজের রাজ্য আসাম পুড়ছে, কাঁদছে এবং কারফিউতে আক্রান্ত ঠিক তখন তার পক্ষে ভক্তদের বিনোদিত করা সম্ভব নয়

গতকাল রাজধানী নয়াদিল্লির ইমপারফেক্টো শোরে আয়োজিত একটি মিউজিক শোয়ে পাপনের পারফর্ম করার কথা ছিল যদিও শেষ মুহূর্তে এসে কনসার্টটি বাতিল করায় পাপন দুঃখ প্রকাশ করেছেন ভক্তদের কাছে

বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন, প্রিয় দিল্লি, আমি খুবই দুঃখিত কিন্তু আগামীকালের (শুক্রবার) পূর্বনির্ধারিত কনসার্টে আমি পারফর্ম করব না বলে সিদ্ধান্ত নিয়েছি আমার নিজের রাজ্য আসাম পুড়ছে, কাঁদছে এবং কারফিউতে আক্রান্ত! আমি আপনাদের তাই বিনোদিত করতে সক্ষম হব না যেভাবে করা উচিত তা আমার বর্তমান মনের অবস্থায় সম্ভব নয়

ভক্তদের উদ্দেশে সংগীতশিল্পী আরো বলেন, আপনারা টিকিট কিনেছেন এবং পরিকল্পনা করেছেন অনেক দিন ধরে আমি জানি এটা সত্যিই ঠিক নয় আমি নিশ্চিত, আয়োজকরা আপনাদের বিষয়টি দেখভাল করবে যেকোনো উপায়ে আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতের অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে আশা করি, আপনারা বুঝতে সক্ষম হবেন

পাপনের আসল নাম অঙ্গরাগ মাহান্ত তিনি বলেছেন, অবৈধ অভিবাসন নিয়ে রাজ্যটি দশকের পর দশক ধরে সমস্যায় আছে এবং আসামের জনগণকে তা সঠিকভাবে শোনা প্রয়োজন তার বক্তব্য, আসাম জ্বলছে দৃশ্য দেখা খুবই বেদনাদায়ক! মানবতা ভুগছে! দশক দশক ধরে আসাম অবৈধ অভিবাসন নিয়ে সমস্যায় আক্রান্ত আমরা এর উপযুক্ত নই অসমিয়া সংস্কৃতি, মানুষ এবং তাদের অস্তিত্বের বিচিত্র জটিল মিশ্রণটি বোঝা প্রয়োজন! আমাদের সঠিকভাবে তা শোনা দরকার’—যোগ করে পাপন

পাপনের ঝুলিতে রয়েছে বলিউডের বেশকিছু গান এর মধ্যে আছে জিয়ে কিঁউ, মোহ মোহ কে ধাগে, হামনাবা, বুলেয়া

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন