জলবায়ু পরিবর্তন

মোকাবেলায় প্রয়োজন সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব মোকাবেলায় প্রয়োজন বিশ্বের সব দেশের সমন্বিত ঐক্যবদ্ধ উদ্যোগ। বুধবার রাতে স্পেনের মাদ্রিদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনফারেন্স অব পার্টিসের (কপ) ২৫তম সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ক্লাইমেট চেঞ্জ ইনিশিয়েটিভ অব বাংলাদেশ শীর্ষক পার্শ্ব সম্মেলনে তিনি কথা বলেন। বাংলাদেশ, কোরিয়া জাপান যৌথভাবে পার্শ্ব সম্মেলনের আয়োজন করে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নিষ্পাপ শিকার। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশের মাথাপিছু কার্বন নিঃসরণের হার মাত্র দশমিক টন। আর উন্নত দেশগুলোর মাথাপিছু গড় কার্বন নিঃসরণ টন। দায়ী না হয়েও বাংলাদেশ সীমিত সম্পদ নিয়ে নিজ উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশে ৫০ লাখেরও বেশি সোলার সিস্টেম স্থাপন করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন