নাগরিকত্ব বিল নিয়ে সহিংসতায় আসামে নিহত ২

বণিক বার্তা ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে বিক্ষোভকারীরা গতকাল রাজধানী গুয়াহাটিতে কারফিউ ভঙ্গ করে দোকানপাট যানবাহনে আগুন দেয়। সময় পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বিক্ষোভকারীরা সময় বেশ কয়েকটি রেলস্টেশনেও ভাংচুর চালিয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। বিক্ষোভকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালসহ বেশ কয়েকজন বিজেপি নেতার বাড়িঘরেও হামলা চালিয়েছে।

আসাম অগ্নিগর্ভ হয়ে ওঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, আইনটি নিয়ে আসামের বাসিন্দাদের উদ্বেগের কোনো কারণ নেই। খবর বিবিসি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন