টি২০ সিরিজ জিতল ভারত

কোহলি-রোহিতের অন্য লড়াই

সিরিজ মীমাংসার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ গুঁড়িয়ে দিল ভারত মুম্বাইয়ে বুধবার আগে ব্যাটিং করে উইকেটে ২৪০ রানের সৌধ গড়ে স্বাগতিকরা জবাবে ক্যারিবীয়রা উইকেটে ১৭৩ রান তুলতে সমর্থ হয়  ম্যাচে ছক্কার উৎসব করেন বিরাট কোহলি, লোকেশ রাহুল রোহিত শর্মা সর্বোচ্চ ৯১ রান করেন লোকেশ এছাড়া রোহিত ৭১ কোহলি ৭০ রান করেন কাঁধে কাঁধ মিলিয়ে ক্যারিবীয়দের হারালেও টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেসে রোমাঞ্চকর লড়াই হচ্ছে দুই সতীর্থ কোহলি রোহিতের মধ্যে দুজনেরই রান সমান হাজার ৬৩৩!

তিন তারকা মিলে ছক্কাই মেরেছেন ১৬টি! এর মধ্যে সর্বোচ্চ সাতটি মারেন কোহলি, যিনি ২৯ বলে খেলেন ৭০ রানের টর্নেডো ইনিংস সাতটি ছক্কার সঙ্গে বাউন্ডারি মেরেছেন চারটি লোকেশ ৫৬ বলে ৯১ রানের ইনিংসটা সাজিয়েছেন নয়টি বাউন্ডারি চারটি ছক্কায় রোহিত খেলেছেন ৩৪ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস, যাতে বাউন্ডারি ছিল ছয়টি ছক্কা পাঁচটি

প্রথম ম্যাচে হার না মানা ৯৪ রানের ইনিংসসহ সিরিজে ১৮৩ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন কোহলি পরশু হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২১ বলে এতটা মারমুখী ব্যাটিং নিয়ে ম্যাচ শেষে কোহলি বলেন, আমার সামনে ভিন্ন কিছু করার সুযোগ আসে, যা আমি সচরাচর করি না রাহুলকে বলেছি, সে যেন শেষ পর্যন্ত টিকে থাকে এবং আমি একটু মেরে খেলতে চাই তবে মাঝের সময়টাতে রোহিত রাহুল যেভাবে ব্যাটিং করেছে, তা সবচেয়ে গুরুত্বপূর্ণ

টি২০ ফরম্যাটে ম্যাচের আগে কোহলির চেয়ে এক রান কম ছিল রোহিতের, তবে পরশু তিনি ধরে ফেলেন অধিনায়ককে দুজনেরই রান এখন হাজার ৬৩৩ করে, যা টি২০ সংস্করণে সর্বোচ্চ কম ম্যাচ খেলার কারণে এক নম্বরে কোহলিই তিনি রান করেন ৭৫ ম্যাচে, গড় ৫২ দশমিক ৬৬ অন্যদিকে রোহিত খেলেছেন ১০৪ ম্যাচ, রান গড় ৩২ দশমিক ১০ টি২০ রানের চূড়ায় থেকেই দুজন বছর শেষ করতে চলেছেন হাজার ৪৩৬ রান নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল পাকিস্তানের শোয়েব মালিক হাজার হাজার ২৬৩ রান নিয়ে চারে

ভারত ওয়েস্ট ইন্ডিজ এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ১৫ ডিসেম্বর চেন্নাই প্রথম ম্যাচ এএফপি ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন