পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার ভারত সফর বাতিল করেছেন। ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তার ভারত সফরের সূচি ছিলো। ভারতের পার্লামেন্টে বুধবার বিতর্কিত নাগরিকত্ব বিল উত্থাপনের পর যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার মধ্যেই তিনি এই সফর বাতিল করলেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লিতে পৌঁছে ইন্ডিয়ান ‘ওসেন মিট অ্যান্ড দিল্লি ডায়লগ’এ অংশ নেয়ার কথা ছিলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদুল ইসলাম বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি ভারতে যাচ্ছেন না।’ এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের ঢাকায় না থাকাও এই সফর বাতিলের একটি কারণ বলে জানান তিনি। তৌহিদুল বলেন, ‘আগামী মাসে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর করার সম্ভাবনা আছে। সেটিও এই সফর বাতিলের একটি কারণ।

উল্লেখ্য, আগামী শনিবার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের বৈঠক হওয়ার কথা ছিল। ভারতের নাগরিকত্ব বিল এবং বাংলাদেশকে এর মধ্যে জড়িয়ে ফেলার বিষয়টি এ বৈঠকের আলোচ্যসূচিতে ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন