বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন

সেই ঊর্মির হাতে ঝাণ্ডা

ক্রীড়া প্রতিবেদক

 এসএ গেমসে ব্যাডমিন্টনে একমাত্র ব্রোঞ্জ জয়ে অবদান রাখা ঊর্মি আক্তার বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেও আলো ছড়াচ্ছেন আগের দিন বাছাইয়ের বাধা পেরিয়ে আসা শাটলার গতকাল নারী এককে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন

গতকাল শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ঊর্মি মালদ্বীপের মাইশা ইসমাইলের বিপক্ষে প্রথম সেট ১৩-২১ ব্যবধানে হারেন পরের দুই সেট ২১-১৭ ২৫-২৩ পয়েন্টে জিতে প্রি-কোয়ার্টার নিশ্চিত করেন ঊর্মি ছাড়া একক ইভেন্টে স্বাগতিক কোনো শাটলার অবশ্য দাঁড়াতেই পারেননি মালয়েশিয়ার আদিল সাদিকিনের বিরুদ্ধে গৌরব সিংহ হেরেছেন -২১ -২১ পয়েন্টে নারী এককে এলিনা সুলতানা ভারতের মালভিকা বানসোদের বিপক্ষে ২১- ২১-১০ পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন

তার আগে সকালে হার দিয়েই দিন শুরু হয় স্বাগতিকদের মিশ্র দ্বৈত ইভেন্টে থাইল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশের গৌরব সিংহ-ঊর্মি আক্তার জুটি সরাসরি (২১-১২ ২১-১৩) সেটে হারের পর আল আমিন জুমার-দুলালি হালদার জুটিও একই দেশের কাছে হারে; ব্যবধান ২১-১৪, ২১- পয়েন্টের

নারী দ্বৈত ইভেন্টে ঘাম ঝরানো জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শাপলা আক্তার-এলিনা সুলতানা জুটি মালদ্বীপের বিপক্ষে প্রথম সেট ১৬-২১ পয়েন্টে হারের পর ২১-১০ ২১-১৬ ব্যবধানের জয়ে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা

ভারত প্রতিপক্ষ হিসেবে বরাবরই কঠিন কিন্তু আপনাকে ভালো করতে হলে তো কঠিন প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখতে হবে আমরা সাধ্যর সেরাটা দিয়েই চেষ্টা করব’—কোয়ার্টার ফাইনালের আগে বণিক বার্তাকে জানান শাপলা আক্তার শাপলা-এলিনার জয়ের দিনে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ঊর্মি আক্তার-দুলালি হালদার জুটি ২৪-২২ ২১-১২ পয়েন্টে দুই সেটেই ম্যাচটা শেষ করে দিয়েছে স্বাগতিকরা

ফাতেমা বেগম-নাবিলা আক্তার জুটি ভারতের কাছে হেরেছে ২১- ২১- পয়েন্টে ছেলেদের দ্বৈত ইভেন্টে মালয়েশিয়ার কাছে স্বাগতিক জাকারিয়া ইসলাম-রাসেল বাবু জুটির হার ২১- ২১- পয়েন্টে ভারতের বিপক্ষে দাঁড়াতে পারেনি শুভ খন্দকার-তুষার কৃষ্ণ রায় জুটি ম্যাচ হেরেছে ২১-১২ ২১-১২ ব্যবধানে দুই সেটে ম্যাচ হেরেছে আসাদুজ্জামান-আল আমিন জুমার জুটিও মালয়েশিয়ার বিপক্ষে হারের ব্যবধান ২১-১৪ ২১-

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন