সিইএসে অংশ নিচ্ছে অ্যাপল

বণিক বার্তা ডেস্ক

আগামী থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠেয় বার্ষিক কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) আনুষ্ঠানিকভাবে অংশ নিতে যাচ্ছে অ্যাপল। প্রদর্শনীতেগোপনীয়তাবিষয়ে আলোচনা করবেন প্রতিষ্ঠানটির নির্বাহী। খবর সিনেট।

সিইএসকে প্রযুক্তিপণ্যের বৃহৎ প্রদর্শনী বলা হয়। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতি বছর সিইএসে অংশ নিলেও অ্যাপল তা করে না। তবে সিইএসের আগামী আসরে প্রতিষ্ঠানটিকে দেখা যাবে।

সিইএসের সুবাদে নতুন প্রযুক্তিপণ্যের খোঁজ পান প্রযুক্তিপ্রেমীরা। তাই বিশ্বব্যাপী বেশ পরিচিত অনুষ্ঠানটি। গত ২৫ বছরের বেশি সময় প্রদর্শনীতে অনুপস্থিত থেকেছে অ্যাপল।

সিইএসে নতুন কোনো পণ্য না আনলেও ক্রমান্বয়ে নিজেদের উপস্থিতি বাড়াতে কাজ করছে অ্যাপল। ২০১৯ সালের আসরে চোখে পড়েছিল অ্যাপলের এক বিজ্ঞাপন। গত বছর প্রদর্শনীর প্রধান হলের বাইরে থাকা বিশাল ওই বিজ্ঞাপনে লেখা ছিল, ‘আপনার আইফোনে যা ঘটে, তা আইফোনেই থাকে।আসন্ন সিইএসে অংশ নেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন