অভিযোগ প্রমাণে শাজাহান খানকে ২৪ ঘণ্টা সময় দিলেন ইলিয়াস কাঞ্চন

সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক  মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খান দাবি করেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সংস্থার নামে বিদেশ থেকে অনুদান আসে। সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রথম দফায় সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগের প্রমাণ দেয়ার আহ্বান জানানোর পর এবার ব্যক্তিগতভাবে প্রমাণ দিতে বলেছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই চিত্রনায়ক বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে এর আগেও তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু উত্তর দেননি। এবার আমি তাকে ২৪ ঘণ্টা সময় দিলাম। আশা করি তিনি তা দেবেন।’

জবাব না পেলে শাজাহান খানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই নিসচার নামে বিদেশ থেকে কোন অনুদান আসে না জানিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, শুরুতে কারও কাছ থেকেই কোনো অর্থ নিইনি‌। পরে সদস্যদের কাছ থেকে চাঁদা নেওয়া শুরু হয়।   

নিসচা ২০১৫ সালে এনজিও হিসেবে নিবন্ধিত হয়েছে জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিবন্ধিত না হলে আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করতে অসুবিধা হত। এ কারণে আমরা এনজিও হিসেবে তালিকাভুক্ত হয়েছি।’ 

গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে ‘জ্ঞানপাপী’ আখ্যায়িত করে বলেন, ‘আপনি (ইলিয়াস কাঞ্চন) যে বিদেশীদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন। আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়েকটি স্কুল করেছেন, কয়জন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করতেছি।’

তিনি আরো বলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে লক্ষ লক্ষ টাকা নেন সেই হিসেব আমি জনসম্মুখে তুলে ধরব।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন