মাঠের লড়াই শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

 জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের তিনদিন পর বঙ্গবন্ধু-বিপিএলের মাঠের আসর শুরু হচ্ছে আজ প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএলের বদলে স্বয়ং বিসিবির সরাসরি উদ্যোগে আয়োজিত হচ্ছে এবারের আসর সপ্তম আসরে অংশ নিচ্ছে সাতটি দল আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দ্বৈরথে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট থান্ডার ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স রংপুর রেঞ্জার্স ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে 

তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক না হলেও স্পন্সর থাকছে দলগুলোয় কুমিল্লা ওয়ারিয়র্স ছাড়া বাকি ছয় দলের স্পন্সর নিশ্চিত হয়েছে এরই মধ্যে পাঁচ দলের স্পন্সর চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই বাকি দুটি দলের মধ্যে গতকাল স্পন্সর চূড়ান্ত হয়েছে রংপুর রেঞ্জার্সের দলটির স্পন্সর খ্যাতনামা ফার্মাসিটিক্যাল প্রতিষ্ঠান ইনসেপটা তবে আকস্মিক স্পন্সরের কারণে জটিলতাও হয়েছে কিছুটা পাল্টে গেছে রেঞ্জার্সের পরিচালক

বিসিবি নির্ধারিত রংপুরের পরিচালক হিসেবে কাজ করে আসছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বোর্ডের অন্যতম পরিচালক আকরাম খান দলও সাজিয়ে ছিলেন তিনি কিন্তু আকরাম খানের জায়গায় এখন রংপুর রেঞ্জার্সের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির আরেক পরিচালক ইনসেপটার স্বত্বাধিকারী  এনায়েত হোসেন সিরাজ গতকাল রংপুরের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে তার দলের পরিচালক পদে পরিবর্তন সম্পর্কে এনায়েত হোসেন গণমাধ্যমে বলেছেন, পরিবর্তন হয়েছে ঘটনাচক্রে যেহেতু আমি ইনসেপটা ফার্মাসিটিক্যালের স্বত্বাধিকারী, আর আমার দলও অংশ নিচ্ছে, তাই আমার একটা ভূমিকা থাকা উচিত বলে মনে করেছি অনেকদিন ধরেই রংপুর রেঞ্জার্সের দল গঠন থেকে শুরু করে সবকিছুই করে আসছেন আকরাম খান তাই আকরামের অবস্থানটা কী দাঁড়াবে স্বভাবতই নিয়ে প্রশ্ন উঠছে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন