দেড় হাজার কর্মী ছাঁটাই করছে মরগান স্ট্যানলি

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের বিভিন্ন শাখা থেকে প্রায় দেড় হাজার কর্মী ছাঁটাই করছে মরগান স্ট্যানলি। চাকরি হারাতে যাওয়া কর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন ব্যবস্থাপনা পরিচালক। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈশ্বিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ব্লুমবার্গ।

সূত্রটি আরো জানিয়েছে, বিনিয়োগকারী ব্যাংকটির প্রযুক্তি ও পরিচালনা বিভাগ থেকে বেশির ভাগ কর্মী ছাঁটাই করা হচ্ছে। তবে সেলস, ট্রেডিং ও অপারেশনস বিভাগ থেকে বেশ কয়েকজন নির্বাহী চাকরি হারাতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, কোম্পানিটির মোট কর্মী সংখ্যার প্রায় ২ শতাংশ ছাঁটাই করা হচ্ছে।

শুধু মরগান স্ট্যানলি নয়, বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারী ব্যাংকগুলো বড় আকারে কর্মী ছাঁটাই করছে। এর পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে, এক. কয়েক বছরে এদের রাজস্ব বেশ কমেছে। অন্যদিকে এরা মনে করছে, তাদের ব্যবসা আগামী দিনগুলোয় ইলেকট্রনিক প্লাটফর্মের দিকে ধাবিত হবে, যেখানে বেশি কর্মীর প্রয়োজন নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন