শুষ্ক আবহাওয়ায় আইভরি কোস্টের কোকো উৎপাদন ব্যাহত

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্ট। চলতি বছরের নভেম্বর থেকে দেশটিতে শুষ্ক মৌসুম শুরু হয়েছে। চলবে আগামী মার্চ পর্যন্ত। কম বৃষ্টিপাত হওয়ায় দেশটির কোকো উৎপাদন এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে বৃষ্টির আশা করছেন দেশটির কৃষকরা। খবর রয়টার্স।

কৃষকরা বলছেন, কয়েক সপ্তাহ ভারি বৃষ্টিপাত হওয়ার পর মাটির আর্দ্রতা এখন অনেক বেশি। তবে ডিসেম্বরে কোকো গাছের জন্য ভালো বৃষ্টিপাত প্রয়োজন। কোকে উৎপাদনের জন্য পশ্চিম আইভরি কোস্ট সবচেয়ে বেশি খ্যাত। এ অঞ্চলের সওবিরি এলাকার কৃষক কফি কৌমি বলেন, যদি এ মাসে ভালো বৃষ্টিপাত হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত উৎপাদন ভালো হবে।

কৃষকরা বলছেন, শুষ্ক আবহাওয়ার মধ্যে টিকে থাকার জন্য কোকো গাছগুলোর চলতি মাসে প্রতি সপ্তাহে অন্তত একবার ভারি বৃষ্টিপাত প্রয়োজন। এছাড়া হারমাতান (স্থানীয় মৌসুম) মৌসুমি বায়ুর ফলে  সাহারার বালুতে গাছগুলো ঢেকে যায়, যা কোকো গুটি নষ্ট করে দিতে পারে। মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের ডালোয়াতের কৃষক জোয়েল কাঙ্গা বলেন, হারমাতানের প্রভাব আরো বেশি হলে জানুয়ারির পর থেকে কোকো বিন উৎপাদন কমতে থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন