সিডনিতে ভয়াবহ বায়ুদূষণ বন্ধ রাখা হচ্ছে ফায়ার অ্যালার্ম

বণিক বার্তা ডেস্ক

 দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনির বায়ু আবারো তীব্র দূষণের শিকার হয়েছে ভয়াবহ ধোঁয়ার কারণে শহরটিতে ফায়ার অ্যালার্ম বেজে উঠছে, বাতিল করা হয়েছে ফেরি সেবা এছাড়া বায়ুদূষণের কারণে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে খবর ব্লুমবার্গ

ঘন ধোঁয়ায় সিডনি অপেরা হাউজ হারবার ব্রিজ দৃষ্টির আড়ালে ঢাকা পড়ে গেছে এছাড়া ধোঁয়ায় চোখ জ্বলা শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো জটিলতা দেখা দিয়েছে

সিডনির পূর্বাঞ্চলের কিছু শহরতলিতে রাজ্য পরিবেশ বিভাগ সংকলিত এয়ার কোয়ালিটি ইনডেক্স সর্বোচ্চ হাজার ৫৫২ পয়েন্টে পৌঁছেছে, যেখানে ২০০ পয়েন্টকেই বিপজ্জনক সীমা ধরা হয়

ভয়াবহ বায়ুদূষণের কারণে সিডনির ব্যবসায়িক অঞ্চল সিবিডিজুড়ে অফিস ভবনগুলো স্মোক অ্যালার্ম বন্ধ রাখতে বাধ্য হচ্ছে এছাড়া সমুদ্রসৈকতগুলো ছাইয়ে ভরে উঠেছে দৃষ্টিসীমা কমে আসায় সিডনি বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ৩০ মিনিট পর্যন্ত বিলম্বিত করা হয়

এরই মধ্যে শ্বাসকষ্ট বা হূিপণ্ড ফুসফুসের সমস্যায় আক্রান্তদের জন্য সতর্কবার্তা জারি করে তাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ

সিডনির পশ্চিমে তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে পূর্বাভাস করা হয়েছে রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিত্জসিমনস দিনটিকে তার দলের জন্য অত্যন্ত কঠিন কষ্টকর বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসজুড়ে ৮০টির বেশি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফিত্জসিমনস তার দল

এবারের দাবানল মৌসুমে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৯ হাজার ২৩৫ কিলোমিটার পরিধিজুড়ে প্রায় ২৭ লাখ হেক্টর জমি পুড়ে গেছে


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন