মাদক মামলা

সম্রাট ও আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আদালত প্রতিবেদক

মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সহসভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে র‌্যাব।  গতকাল মামলার তদন্ত কর্মকর্তা র‌্যা--এর এসআই আব্দুল হালিম ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। যার ওপর ১৫ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

গত অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাট আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে সম্রাটকে নিয়ে বেলা দেড়টার দিকে তার রাজধানীর কাকরাইলের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। সময় বিভিন্ন ব্যান্ডের ১৯ বোতল বিদেশী মদ এবং হাজার ১৬০ পিস ইয়াবা, পিস্তল বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া পাওয়া যায়। চামড়া রাখার দায়ে ওইদিন সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এর আগে গত নভেম্বর অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে চাজশিট দাখিল করা হয়। গত ১২ নভেম্বর দুদক সম্রাটের বিরুদ্ধে কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং আরমানের বিরুদ্ধে কোটি লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন