চট্টগ্রামে সদরঘাট টু বিমানবন্দর ওয়াটার বাস চালু

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 চট্টগ্রাম নগরের যানজট, ধুলোবালি এড়িয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরমুখী যাত্রীদের সঠিক সময়ে পৌঁছে দিতে গতকাল থেকে চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস জনপ্রতি ৪০০ টাকা থেকে কমিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা

ওয়াটার বাস পরিচালনায় নিয়োজিত এসএস ট্রেডিংয়ের অপারেশনাল ম্যানেজার রেজাউল করিম বলেন, বিমানবন্দরগামী যাত্রীদের ৩০ মিনিটের মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ওয়াটার বাস সার্ভিস চালু করা হয়েছে রাজপথে যে ধুলোবালি, যানজট তা  থেকে বাঁচিয়ে নিরাপদ দ্রুততম সময়ের মধ্যে আমরা সদরঘাট থেকে বিমানবন্দর পৌঁছে দিচ্ছি

তিনি জানান, এরই মধ্যে সিটি মেয়র নাছির উদ্দীন, সংবাদপত্রের সম্পাদক সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ওয়াটার বাসের ট্রায়াল দেয়া হয়েছে ২০ মিনিটে সদরঘাট থেকে পতেঙ্গা পৌঁছতে পারছি আমরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন