ব্যয় সাশ্রয় ও মুনাফা সক্ষমতা বৃদ্ধি

৮ লাখ ডলারে দুটি গ্যাস জেনারেটর স্থাপন করবে কুইন সাউথ টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক

ব্যয় সাশ্রয় মুনাফা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতিটি হাজার ৫০০ কিলোওয়াট সক্ষমতার দুটি গ্যাস জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। কাজে কোম্পানিটির আনুমানিক ব্যয় হবে লাখ ডলার, বাংলাদেশী মুদ্রায় যা কোটি ৮০ লাখ টাকার সমান।

গ্যাস জেনারেটর দুটি স্থাপনের পর প্রতি মাসে কোম্পানিটির বিদ্যুৎ বিল বাবদ ব্যয় সাশ্রয় হবে প্রায় ৪৪ হাজার ডলার বা ৩৭ লাখ টাকা। উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় সাশ্রয়ের কারণে কোম্পানিটির মুনাফা সক্ষমতাও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটির ধারণা, এতে প্রতি বছর প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা কোটি ৫০ লাখ টাকা বেড়ে যাবে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের শতাংশ নগদ সব ধরনের শেয়ারহোল্ডারের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। উদ্যোক্তা-পরিচালকদের কাছে কোম্পানিটির কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৪০০ এবং বিদেশী সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে কোটি ১৫ লাখ ১৯ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। নগদ লভ্যাংশ হিসেবে সাধারণ শেয়ারহোল্ডাররা মোট কোটি ১২ লাখ ১৫ হাজার ৬৮০ টাকা পাবেন। ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সাভার গলফ ক্লাবে কোম্পানিটির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৮ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৭৭ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৭৩ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা পয়সা।

সর্বশেষ রেটিং অনুযায়ী, কুইন সাউথ টেক্সটাইলের ঋণমান দীর্ঘমেয়াদে স্বল্পমেয়াদেএসটি-টু ৩০ জুন ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)

গত বছর পুঁজিবাজারে আসা কুইন সাউথ টেক্সটাইল ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কুইন সাউথ টেক্সটাইল শেয়ারের সর্বশেষ দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। সমাপনী দর ছিল ২৭ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ২২ টাকা ৮০ পয়সা থেকে ৪৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন