১০ লাখ শেয়ার বেচবে বিবিএস কেবলসের শেয়ারধারী পরিচালক

নিজস্ব প্রতিবেদক

বিবিএস কেবলস লিমিটেডের অন্যতম শেয়ারধারী পরিচালক বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড তাদের হাতে থাকা কোম্পানিটির ১০ লাখ শেয়ার (বোনাস শেয়ার) বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে পরিমাণ শেয়ার বেচবে তারা। বর্তমানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের কাছে বিবিএস কেবলসের কোটি ৬৪ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে বিবিএস কেবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২১ ডিসেম্বর সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২১ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরে বিবিএস কেবলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪৫ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ কোটি ৪৫ লাখ টাকা।

এদিকে ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধনি যন্ত্রপাতি জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে বিবিএস কেবলসের পরিচালনা পর্ষদ। এর জন্য কোম্পানিটি ২০ কোটি টাকা বিনিয়োগ করবে।

৩০০ কোটি টাকা অনুমোদিত ১৫৮ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৬৮, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৮৭ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন