ইউআইইউতে আর্থিক অপরাধবিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন

সাইফ সুজন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হলো ফিন্যান্সিয়াল ক্রিমিনোলজিবিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন-২০১৯। গত শনিবার সকাল সাড়ে ৯টায় ইউআইইউ মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ইউআইইউ মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার (ইউআইটিএম) অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। আন্তর্জাতিক সম্মেলনের মিডিয়া পার্টনার বণিক বার্তা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক . আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ। এছাড়া ইউআইইউ উপ-উপাচার্য অধ্যাপক . হাসনান আহমেদ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক . নরমাহ ওমর সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক . এফএ সোবহানী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী সম্মেলন উদ্বোধন শেষে শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়ইথিকস অ্যান্ড ইন্টেগ্রিটি অব ফিন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিশীর্ষক সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপনা। এতে ইউআইইউর ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চের (আইবিইআর) পরিচালক অধ্যাপক . এইচআর জোয়ার্দ্দারের সঞ্চালনায় প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক . মোহাম্মদ মুসা, ইউআইটিএমের অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক . জামালিয়া সাইদ, আইডিএলসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম। এছাড়া সকালের অধিবেশনে কয়েকটি পেপার প্রেজেন্টেশন প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়।

আর বিকালের অধিবেশনের শুরুতেইফিন্যান্সিয়াল ক্রিমিনোলজি: অ্যান্টি মানি লন্ডারিং-প্রটেক্টিভ টুলসশীর্ষক দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে মূল বক্তা ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। এরপর কয়েকটি পেপার প্রেজেন্টেশন প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়।

গতকাল ছিল সম্মেলনের দ্বিতীয় শেষদিন। রোববার সকালের অধিবেশন শুরু হয় মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে।গ্লোবালাইজেশন অ্যান্ড ফিন্যান্সিয়াল ক্রাইমস: টিপোলজি অ্যানালাইসিসবিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক . নরমাহ ওমর। এরপর অনুষ্ঠিত হয়গুড গভর্ন্যান্স অ্যান্ড ফিন্যান্সিয়াল ক্রিমিনোলজিবিষয়ক প্যানেল আলোচনা। বিকালের অধিবেশনেমিট দ্য এক্সপার্টস টু পাবলিশ ইন গুড ইনডেক্সড জার্নালশীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া দিনের বিভিন্ন সময় বেশকিছু পেপার প্রেজেন্টেশন প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়।

২০১০ সাল থেকে ফিন্যান্সিয়াল ক্রিমিনোলজিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট। যুক্তরাজ্য, মালয়েশিয়া থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে গত নয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়। বছর বাংলাদেশে প্রথমবারের মতো সম্মেলনের আয়োজন করেছে ইউআইইউ। দুদিনের সম্মেলনের বিভিন্ন সেশনে আটটি দেশের শিক্ষক, গবেষক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত প্রবন্ধের সংখ্যা ৫৬।


 

আর্থিক অপরাধ দমনে বাংলাদেশের অবস্থান ভালো

. আতিউর রহমান


প্রধান অতিথি, আইসিএফসি-২০১৯

সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন