পাকিস্তানের অর্থনীতিতে উপস্থিতি বাড়াবে রাশিয়া

বণিক বার্তা ডেস্ক

বড় বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিতে অংশীদারিত্ব বাড়াতে চায় রাশিয়া। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে ৬৪ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে এসেছেন রুশ ফেডারেশনের বাণিজ্য শিল্পমন্ত্রী ডেনিস ভি ম্যান্তুরভ। গতকাল থেকে শুরু হওয়া আন্তঃসরকারি কমিশনের আলোচনা ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। খবর গালফ-টাইমস।

পাকিস্তানের অগ্রগতিতে রাশিয়ার অবদান বিশাল। দেশটির কয়েকটি ইস্পাত কারখানা, তেল গ্যাস উন্নয়ন কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল), গুড্ডু মুজাফফরগড়ের বিদ্যুৎকেন্দ্র, অনেকগুলো হাইডেল টারবাইন স্থাপন, জামশোরু বিদ্যুৎকেন্দ্র সংস্কারের সঙ্গে জড়িয়ে আছে মস্কোর নাম। এছাড়া লাহোরে অবস্থিত দেশটির স্মৃতিস্তম্ভ মিনার--পাকিস্তানের ইঞ্জিনিয়ার একজন রুশ নাগরিক, যা গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।

দুর্দশাগ্রস্ত পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে দেশটির কয়েকটি ইস্পাত কারখানা সংস্কারের জন্য সম্প্রতি প্রবল আগ্রহ দেখিয়েছে রাশিয়া। দেশটির জ্বালানি খাতেও কাজ করতে চেষ্টা করছে মস্কো। অন্যদিকে দেশটির কোয়েটা থেকে তাফতান পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ করতেও আগ্রহী পূর্ব ইউরোপ-উত্তর এশিয়ার দেশটি। এছাড়া পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের (পিআইএ) কাছে সুখোই সুপারজেট-১০০-এর (এসএসজে-১০০) কিছু যাত্রীবাহী উড়োজাহাজ বিক্রির প্রস্তাব করেছে মস্কো।

উল্লিখিত বিষয়গুলো ছাড়াও উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা উত্তর-দক্ষিণ গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রতিনিধিরা। অর্থনীতি, ব্যবসা, বিজ্ঞান কারিগরি সহায়তার ক্ষেত্রে আইজিসি পর্যায়ে এটি হবে উভয় দেশের কর্মকর্তাদের ষষ্ঠ বৈঠক। আইজিসি পর্যায়ের বৈঠকে পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন অর্থনৈতিক বিষয় বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী হাম্মাদ আজহার। বৈঠকগুলোয় কর্মকর্তারা উল্লিখিত খাতগুলোয় পারস্পরিক সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচনের চেষ্টা করবেন।

এদিকে জ্বালানি নিয়ে আলোচনা করতে উভয় দেশের কর্মকর্তারা আজ আলোচনায় বসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামীকাল বৈঠকে বসবেন ব্যবসা শিল্প বিভাগের কর্মকর্তারা। সবশেষে ১১ ডিসেম্বর দুই দেশের প্রতিনিধিরা সব বিষয়ে সারমর্মমূলক আলোচনা করতে একটি সাধারণ বৈঠকে মিলিত হবেন।

অন্যদিকে পিআইএর কাছে মস্কোর বিক্রি করতে চাওয়া এসএসজে-১০০-এর উড়োজাহাজগুলো ইজারার মাধ্যমে সরাসরি ক্রয় করা হবে বলে জানান এক পাকিস্তানি কর্মকর্তা। জিআইএর আশু কার্যক্রম শুরু করতে এসব উড়োজাহাজ ওয়েট লিজের (রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর জন্য বিক্রেতাদের কাছ থেকে ইন্স্যুরেন্সের নিশ্চয়তামাধ্যমে কিনতে চায় পাকিস্তান।

উড়োজাহাজগুলো অভ্যন্তরীণ মধ্যপ্রাচ্য, কমনওয়েলথভুক্ত স্বাধীন রাষ্ট্র (সিআইএস), ভারত, চীন, কলম্বো, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিভিন্ন আন্তর্জাতিক রুটে কার্যক্রম পরিচালনা করবে। প্রসঙ্গত, ড্রাই ওয়েট উভয়ই ইজারার মাধ্যমে উড়োজাহাজগুলো সরবরাহের প্রস্তাব করবে রাশিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন