তুরস্ক-আফগানিস্তানের সহযোগিতা চুক্তি সই

বণিক বার্তা ডেস্ক

আফগানিস্তানের জাতীয় প্রকিউরমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য বিনিময় বিষয়ে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছে তুরস্কের বিদেশ বিষয়ক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (ডিইআইকে) খবর আনাদোলু।

ডিইআইকের অঙ্গপ্রতিষ্ঠান তুরস্ক-আফগানিস্তান বিজনেস কাউন্সিল আয়োজিত বাণিজ্য বৈঠকের অংশ হিসেবে শুক্রবার স্বাক্ষরিত হয়েছে চুক্তি। উভয় দেশের ব্যবসা প্রতিনিধি সরকারি কর্মকর্তারা নিজেদের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বৈঠকটিতে।

এদিকে উভয় দেশের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৫ কোটি ডলার বলে জানিয়েছেন ডিইআইকের প্রধান নেইল ওপলাক। দেশ দুটির খাত বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। নিজেদের অবকাঠামো, জ্বালানি নিরাপত্তা বিষয়ে উভয় দেশের কাজ করার বড় সুযোগ রয়েছে বলেও জানান ওপলাক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন