অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের কল ওয়েটিং ফিচার

বণিক বার্তা ডেস্ক

আইফোনের পর এবার অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্টফোনে কল ওয়েটিং ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ফলে এখন থেকে হোয়াটসঅ্যাপে একটি কল চলমান থাকা অবস্থায় ব্যবহারকারী অন্য একটি কলের নোটিফিকেশন পাবেন। প্রয়োজনে কলটি ধরতে পারবেন। খবর বিবিসি।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ একটি আপডেট আনা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে কল ওয়েটিং ফিচার। এখন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে একজনের সঙ্গে কথা বলা অবস্থায় অন্য কেউ তাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন। সময় সংশ্লিষ্ট ব্যবহারকারীর ফোনে নোটিফিকেশন চলে যাবে। প্রয়োজন হলে তিনি কলটি ধরতে পারবেন। চাইলে দ্বিতীয় কলটি কেটেও দিতে পারবেন। আগে একজনের সঙ্গে কথা বলা অবস্থায় অন্য কেউ হোয়াটসঅ্যাপে কল দিলে দ্বিতীয় কলটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যেত। গত নভেম্বরের শেষের দিকে আইফোনের জন্য কল ওয়েটিং সুবিধা চালু করেছিল হোয়াটসঅ্যাপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন