কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

বণিক বার্তা অনলাইন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরো দুইজন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
শনিবার রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় এই গোলাগলির ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তি নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে থাকতেন। তবে তার নাম জানা যায়নি। আহত শামসুল আলম ও মোহাম্মদ ফয়সালকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারাও একই ক্যাম্পে থাকেন।

তিনি বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তদন্তের পর এবিষয়ে বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন