বিপিএলে বিশ্বকাপের টিকিট!

ক্রীড়া প্রতিবেদক

 আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি২০ বিশ্বকাপের আসর সে বিশ্বকাপ সামনে রেখে এবারের বঙ্গবন্ধু বিপিএলকে পাখির চোখ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ করে বিপিএলের পারফরম্যান্স দিয়ে তরুণ খেলোয়াড় তুলে আনার ওপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট যে কারণে প্রত্যেক দলে একজন লেগ স্পিনার একজন ১৪০ কিমি গতিতে বল করতে পারা পেসারের একাদশে থাকাও বাধ্যতামূলক করেছে বিসিবি এসবের মধ্য দিয়ে মূলত টি২০ বিশ্বকাপের দল গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ম্যানেজমেন্ট পাশাপাশি জাতীয় দলে যেসব জায়গায় দুর্বলতা রয়েছে, এবারের বিপিএল দিয়ে সেগুলো পুষিয়ে নেয়ার পরিকল্পনার কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

গতকাল মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নান্নু বলেন, বিপিএলটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ সামনে টি২০ বিশ্বকাপ আছে এবং টি২০ অনেকগুলো ম্যাচও রয়েছে যে কারণে এখানে পারফরম্যান্সটা অনেক গুরুত্বপূর্ণ কিছু জায়গা আমাদের দুর্বলতা আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি আমরা টিম ম্যানেজমেন্ট চাচ্ছি, ওই জায়গাগুলোয় কিছু খেলোয়াড় যাতে পারফর্ম করে বিপিএলে জায়গাগুলো আমরা দেখব কিছু খেলোয়াড় আমরা যদি এখান থেকে পেয়ে যাই, তবে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে

সময় তরুণদের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়ে নান্নু আরো বলেন, এখানে বাইরের ভালো খেলোয়াড়রা এসেছে টি২০ ফরম্যাটের ম্যাচগুলোয় এমনভাবে যুক্ত হতে হয়, যেন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নেয়া যায় খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এটি যেসব খেলোয়াড় টি২০-তে আগে নিজেদের মানিয়ে নিতে পারেনি, তাদের সামনে এটা সুযোগ হিসেবেই থাকল সামনে বিশ্বকাপের খেলা আছে এবং টুর্নামেন্টের স্কোয়াড নিয়ে আমরা কাজ করছি তরুণ খেলোয়াড়দের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন