নান্দাইলে মেশিনে কাটা হচ্ছে ধান

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

এবার আমনের ফলন ভালো হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এখন পুরোদমে চলছে ধান কাটার কাজ সময় ব্যয়সাশ্রয়ী হওয়ায় উপজেলায় ধান কাটার কাজে বেড়েছে মেশিনের ব্যবহার এবার সরকারি-বেসরকারি মিলিয়ে ১২টি মেশিনের মাধ্যমে উপজেলায় ধান কাটা হচ্ছে

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নান্দাইলে এবার ২২ হাজার ২২৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে এর মধ্যে ব্রি-৩২, ৩৪, ৪৯, ৫১, ৫২, ৫৬, ৫৭, ৬২, ৭১, বিআর ২২ এবং স্থানীয় জাতের কালিজিরা, গোলাপি বিরই ধান আবাদ হয়েছে সবচেয়ে বেশি তাছাড়া উপজেলায় ১৯টি প্রদর্শনী প্লটে রোপা আমন আবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও ভালো হয়েছে উপজেলায় আমন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪ হাজার ২৯৫ দশমিক ৪০ টন

কৃষকরা জানান, একটি মেশিন দিয়ে প্রতিদিন প্রায় ১০-১২ হেক্টর জমির ধান কাটা যায় যেখানে একই ধান কাটাতে ২০০ শ্রমিকের প্রয়োজন হয় কাঠাপ্রতি ধান কাটাতে মেশিন খরচ দিতে হয় ৪৫০-৫০০ টাকা তার বিপরীতে একজনের শ্রমিক শুধু ধান কাটার মজুরি হিসেবে ৪৫০-৫০০ টাকা নেন মাড়াই-মজুদের জন্য আলাদা করে টাকা দিতে হয় বর্তমানে বাজারে ধান মণপ্রতি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, মাঠ পর্যায়ে তদারকি, কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলন ভালো হয়েছে তাছাড়া মেশিনের ব্যবহার বাড়ায় কৃষকের খরচও কমে আসছে                

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন