রানীনগরে সংযোগ সড়কের অভাবে সেতু পারাপারে দুর্ভোগ

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

 নওগাঁর রানীনগরে মুড়িঘাটি খালের ওপর এক বছর ধরে দাঁড়িয়ে আছে একটি সেতু কিন্তু সংযোগ সড়ক নেই কারণে সেতুটি পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের রানীনগরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দাবি, সড়ক ঠিকই ছিল মাটি সরে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে

জানা গেছে, উপজেলার খট্টেশ্বর গোনা ইউনিয়নের মানুষের চলাচলের সুবিধার্থে পিআইওর কার্যালয়ের মাধ্যমে মুড়িঘাটি খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয় ২০১৭-১৮ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৩৪ লাখ টাকা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রায় এক বছর আগে সেতুটির নির্মাণকাজ শেষ করেন তবে তিনি সংযোগ সড়কের কাজ শেষ না করে বিল তুলে নেন ফলে সেতু থাকলেও সড়কের অভাবে সেটি ব্যবহার করা যাচ্ছে না

স্থানীয়রা জানান, সেতু যখন ছিল না তখন নৌকা দিয়ে লোকজন খাল পার হতো এখন সেতু থাকলেও সড়ক নেই কারণে হেঁটেই সেতু পার হতে হয় সেতুটি ভূমি থেকে বেশ উপরে হওয়ায় মালামাল পরিবহনে ঝামেলা হয়

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর একটি সেতু বানানো হয়েছে কিন্তু সড়কের কারণে আমরা সেটি ব্যবহার করতে পারছি না

খট্টেশ্বর গ্রামের কৃষক হেলাল সরদার বলেন, আমার বেশির ভাগ জমি খালের ওপারে গোনা ইউনিয়নে জমিতে যেতে গেলে নৌকা দিয়ে পারাপার হতে হতো এখন ব্রিজ আছে কিন্তু সড়ক না থাকায় উৎপাদিত ফসল আনার ভোগান্তি কমেনি

ব্যাপারে রানীনগরের পিআইও মেহেদী হাসান বলেন, ওই সেতুটি নির্মাণের পর খাল খনন করার কারণে সংযোগ সড়কের মাটি সরে নিচু হয়ে গেছে এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেতুর দুই ধারে মাটি দিয়ে সেতুটি ব্যবহার উপযোগী করা হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন