গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ কর্মীরা

বণিক বার্তা ডেস্ক

 অ্যালফাবেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা থেকে ল্যারি পেজ সের্গেই ব্রিনের সরে দাঁড়ানোর ঘোষণায় খুশি নয় গুগলের সাবেক বর্তমান কর্মীরা বৈশ্বিক সার্চ জায়ান্টটি কয়েক বছর ধরে নানা ইস্যুতে অভ্যন্তরীণ বাহ্যিকভাবে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে কর্মী বাহিনীতে বৈচিত্র্যহীনতা এবং মানবাধিকার নীতি-নৈতিকতা বর্জন করে একের পর এক প্রকল্প হাতে নেয়ায় বেশি সমালোচিত হয় প্রতিষ্ঠানটি যখন অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগলের বিরুদ্ধে এত ভুল পদক্ষেপ নেয়ার অভিযোগ, তখন প্যারেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থেকে দুই সহপ্রতিষ্ঠাতার সরে দাঁড়ানোর বিষয়টিকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কৌশল মনে করছেন অনেক কর্মী খবর বিজনেস ইনসাইডার

গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে আকস্মিক গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ সের্গেই ব্রিন প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন যথাক্রমে ল্যারি পেজ সের্গেই ব্রিন অ্যালফাবেটের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে ৪৬ বছর বয়সী দুই প্রযুক্তি মহারথীর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতিতে আরো অবনতি ঘটবে বলে মনে করা হচ্ছে

গুগলের সাবেক বর্তমান শীর্ষস্থানীয় অনেক কর্মীই ল্যারি পেজ সের্গেই ব্রিনের অ্যালফাবেটের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর হতাশা প্রকাশ করে টুইট করেন অনেকে আশা ব্যক্ত করেন, ল্যারি পেজ সের্গেই ব্রিন তাদের সিদ্ধান্ত বদলাবেন; গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতিতে যে ত্রুটি তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন

অতীতের চেয়ে এখন বেশি সমালোচিত হচ্ছে গুগল এর প্রধান কারণ নীতিভ্রষ্ট প্রতিভাকে প্রতিষ্ঠানটির স্বীকৃতি দান তবে বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনায় ধরনের প্রতিভাকে এড়িয়ে চলারও উপায় নেই পণ্যের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে অনেক নীতিভ্রষ্ট কর্মীকে ধরে রাখতে হয় এতে আর্থিকভাবে প্রতিষ্ঠান লাভবান হলেও সুনাম নষ্ট হয়, যা প্রতিষ্ঠানের ব্র্যান্ডমূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে

বিষয়ে গুগল নিয়ন্ত্রিত ইউটিউবের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক টম কার্লো বলেন, কর্মীদের অনেকেই এখনো মনে করেন ল্যারি পেজ সের্গেই ব্রিন তাদের নিজ নিজ দায়িত্বে ফিরবেন এবং গুগলের অভ্যন্তরীণ যে ত্রুটি, সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন

জানুয়ারিতে গুগল থেকে অব্যাহতি নেয়া সফটওয়্যার প্রকৌশলী কলিন ম্যাকমিলান বলেন, গুগল প্রতিষ্ঠাতাদ্বয়ের সিদ্ধান্তকে আমার কাছে শুধু ফরমালিটি মনে হচ্ছে, যা আগে থেকেই অনেকে জানতেন অর্থাৎ ল্যারি পেজ সের্গেই ব্রিন গুগলের সংস্কৃতিতে পরিবর্তন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন