লোকেশন শনাক্ত নিয়ে বিতর্কে আইফোন ১১প্রো

বণিক বার্তা ডেস্ক

 অ্যাপলের সর্বশেষ সংস্করণের স্মার্টফোনগুলোর একটি আইফোন ১১প্রো অল্প সময়ের মধ্যে  বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে স্মার্টফোনটি তবে ব্যবহারকারীর লোকেশন শনাক্তকরণ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে টেক জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ ডিভাইস নিরাপত্তা প্রতিবেদক ব্রায়ান ক্রেবস এক প্রতিবেদনে দাবি করেছেন, আইফোন ১১প্রো লোকেশন অপশন বন্ধ থাকার পরও ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে সক্ষম তার মতে, এটা অনৈতিক এবং ব্যবহারকারীর নিরাপত্তার জন্য হুমকি তবে অ্যাপলের পক্ষ থেকে ব্রায়ানের অভিযোগ অস্বীকার করা হয়েছে এর পরও আইফোন ১১প্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে খবর সিএনএন রয়টার্স

ব্রায়ান ক্রেবস এক নিবন্ধে লিখেছেন, ব্যবহারকারীরা নিজেদের আইফোনের লোকেশন অপশন বন্ধ রাখার পরও তাদের অবস্থানের তথ্য যাচ্ছে অ্যাপলের হাতে এটা আইফোন ১১প্রোর বড় একটি নিরাপত্তা ত্রুটি, যা গ্রাহক নিরাপত্তার জন্য বড় একটি হুমকি এটা অনৈতিকও বটে এমনকি সবগুলো অ্যাপের লোকেশন অপশন বন্ধ রাখার পরও ব্যবহারকারীর অবস্থানে তথ্য জানা যাচ্ছে

আইফোন ১১প্রোর নিরাপত্তা ত্রুটি নিয়ে ব্রায়ান ক্রেবস একটি ভিডিও তৈরি করেছেন এর পর ভিডিওটি তিনি অ্যাপল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা নিরাপত্তাজনিত কোনো ত্রুটি নয় বরং আইফোন ১১প্রোতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে একই প্রযুক্তির অন্য ডিভাইস দিয়েও এর লোকেশন নির্ণয় করা সম্ভব নয় কারণে আইফোন ১১প্রোর নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে অ্যাপল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন