চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি তৈরীর উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন সেগুলো ব্যবহারের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সবাইকে দায়িত্ব নিতে হবে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ জনশক্তি তৈরীতে সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে গতকাল রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্কিল এন্ড ফিউচার অব ওয়ার্ক শীর্ষক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন আলোচকরা

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান যৌথভাবে সম্মেলনের আয়োজন করে মন্ত্রী পরিষদ বিভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, ইউনিসেফ এবং জেনারেশন আনলিমিটেড

সম্মেলনে তথ্য যোগযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়ার সচিব এন এম জিয়াউল আলম এর সভাপতিত্বে তথ্য যোগযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক জেনারেশন আনলিমিটেডের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউনিসেফ বাংলাদেশ এর প্রধান নির্বাহী তাসিন আহমেদ এবং একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বক্তৃতা করেন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন অতিরিক্ত সচিব এবং এটুআই ইনোভেট ফর অল এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন