যশোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে এবার দিবসটির প্রতিপাদ্য ছিল আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে মৃত্তিকা ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের পালবাড়ির রওশন আলী সড়ক ঘুরে মৃত্তিকা ভবনে এসে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট যশোরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমান আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা . গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন যশোর বিএডিসির যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ প্রকাশ কান্তি মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ এমদাদ হোসেন শেখ, যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন