রুপা ও ব্রোঞ্জের একদিন

ক্রীড়া প্রতিবেদক

 ধনুর্ভঙ্গ পণ করেই লড়াইয়ে নেমেছিলেন আল আমিন ফলাফল যা- হোক, লংজাম্পারের লক্ষ্য ছিল নিজের সেরাটা টপকানোর লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাতে মিলেছে ব্রোঞ্জপদক এসএ গেমসে গতকাল বাংলাদেশ কোনো স্বর্ণপদকের দেখা পায়নি, সর্বোচ্চ অর্জন রুপা

লং জাম্পে ২০০৯ সালে .৬১ মিটার অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েন আল আমিন নৌবাহিনীর অ্যাথলিটের দখলে থাকা রেকর্ড কাঠমান্ডুতে ভেযে দেয়ার লক্ষ্য ছিল সে লক্ষ্য থেকে মাত্র সেন্টমিটার দূরে থামতে হয়েছে তাকে .৬০ মিটার অতিক্রম করে ব্রোঞ্জপদক গলায় তুলেছেন জাম্পার ২০১০ সালে ঢাকায় জেতা ব্রোঞ্জ পদক ২০১৬ সালে হারাতে হয়েছে গতকাল তা পুনরুদ্ধার করলেন আল আমীন

এদিন খো খো ছেলেদের ফাইনালে ভারতের কাছে হেরে রুপার পদকেই সান্ত্বনা খুঁজতে হলো বাংলাদেশকে কৃতিপুরে অনুষ্ঠিত ম্যাচে ভারতের জয় ইনিংস ১৬- পয়েন্টে নারী বিভাগে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ ব্যবধান ছিল ইনিংস পয়েন্টের ২০১৬ সালের সর্বশেষ আসরে নারী পুরুষ দুই বিভাগেই রুপা পেয়েছিল বাংলাদেশ

কারাতের মেয়েদের দলগত কুমি ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ মারজান আক্তার প্রিয়া, হুমায়রা অন্তরা মাউনজেরা বর্ণার সমন্বয়ে গড়া দল শ্রীলংকাকে - ব্যবধানে হারায় ম্যাচে চোয়ালে আঘাত পেয়ে হাসপাতালে ছুটতে হয় প্রিয়াকে তার পরিবর্তে ফাইনালে খেলেন নাইমা খাতুন কিন্তু স্বর্ণপদকের ম্যাচে পাকিস্তানের কাছে - ব্যবধানে হেরে যায় বাংলাদেশ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন