জয়রামপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র

ঘরে বসেই ফসলের ন্যায্য দাম পাচ্ছেন কৃষক

বণিক বার্তা প্রতিনিধি চুয়াডাঙ্গা

 দুই বছর বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদার হাউলী ইউনিয়নের জয়রামপুর কৃষিপণ্য সংগ্রহ বিপণন কেন্দ্রের কার্যক্রম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রে প্রতিদিন সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন কৃষিপণ্য, যা পরে ট্রাকে করে পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম খুলনাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীর কাছে ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছেন কৃষকদের কাছে পদ্ধতিতে ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে অঞ্চলের কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমেছে

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৫ সালে দামুড়হুদার জয়রামপুর পারকৃষ্ণপুর-মদনা গ্রামে দুটি কৃষিপণ্য সংগ্রহ বিপণন কেন্দ্র নির্মাণ করা হয় ২৫ লাখ টাকা ব্যয়ে কৃষি অধিদপ্তরের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় কেন্দ্র নির্মাণের উদ্দেশ্য ছিল কৃষকদের উৎপাদিত ফসল সহজে সংগ্রহ বিপণন কেন্দ্র দুটি চালুর পর থেকেই কৃষকরা সমিতির মাধ্যমে সেখানে বিভিন্ন সবজি ফল নিয়ে আসতেন, যা পরে ব্যবসায়ীদের মাধ্যমে পাঠানো হতো বিভিন্ন জেলায় তবে দুই বছর চালু থাকার পর ২০১৭ সালে কেন্দ্র দুটি বন্ধ হয়ে যায় দুই মাস আগে জয়রামপুরের কেন্দ্রটি চালু হলেও পারকৃষ্ণপুর-মদনার কেন্দ্র বন্ধ রয়েছে বর্তমানে প্রতিদিন শুধু জয়রামপুর বিপণন কেন্দ্র থেকেই বিভিন্ন জেলায় শীতকালীন সবজি পাঠানো হচ্ছে অন্তত সাত ট্রাক প্রতিদিন এখানে সবজি নিয়ে আসছেন ১০০-১৫০ কৃষক

জয়রামপুর গ্রামের আব্দুল হান্নান, আক্কাছ আলি শাহানেওয়াজসহ বেশ কয়েকজন চাষী বলেন, কেন্দ্রটি চালু হওয়ায় পর থেকে উৎপাদিত সবজি বিক্রিতে তাদের অনেক সুবিধা হচ্ছে এখানে সবজি নিয়ে আসার পর স্থানীয় ব্যবসায়ীরা তা ট্রাকে করে বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন এছাড়া তারা নিজেরাও সমিতির মাধ্যমে এখান থেকে সরাসরি ঢাকা, খুলনা চট্টগ্রামের পছন্দের আড়তে সবজি পাঠাচ্ছেন সেখানে বেচাকেনা শেষে ব্যবসায়ীরা বিক্রির টাকা মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন এতে তাদের শ্রম যেমন লাঘব হচ্ছে, মিলছে ন্যায্য দামও

শাহানেওয়াজ আব্দুল হালিম নামে দুই ব্যবসায়ী বলেন, অঞ্চলের প্রায় ৩০টি গ্রামের কৃষকরা বিপণনকেন্দ্র থেকে আমাদের মাধ্যমে কৃষিপণ্য বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন আমরা কৃষকদের দেশের বিভিন্ন আড়তদারের সঙ্গে যোগাযোগও করিয়ে দিচ্ছি ফলে কৃষকরা স্থানীয় বাজার ছাড়াও বাইরে বেশি দামে কৃষিপণ্য বিক্রি করতে পেরে লাভবান হচ্ছেন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন