হতাশার বৃত্তে ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

 এসএ গেমস ফুটবলে হতাশ করেই চলেছে বাংলাদেশ ভুটানের কাছে - গোলে হারের পর গতকাল মালদ্বীপের সঙ্গে - গোলে ড্র করেছে লাল-সবুজরা দুই ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের পথটা বেশ কঠিন করে তুলল জামাল ভূঁইয়ার দল

গতকাল ভুটানকে - গোলে উড়িয়ে দিয়ে রবিন লিগ পদ্ধতির প্রতিযোগিতার শীর্ষে উঠে এসেছে নেপাল বাংলাদেশকে হারানো ভুটানের মতো স্বাগতিকদের সংগ্রহ পয়েন্ট গোল গড়ে নেপাল শীর্ষে, দুইয়ে আছে ভুটান দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করে মালদ্বীপ তৃতীয় স্থানে আছে এক ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলংকা পয়েন্ট সমান হলেও গোল গড়ে বাংলাদেশের উপরে আছে শ্রীলংকা, যার অর্থ দুই ম্যাচ শেষে পাঁচ জাতির আসরে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ

প্রাথমিক পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনাল খেলবে বাংলাদেশকে ফাইনালের টিকিট পেতে হলে কেবল বাকি দুই ম্যাচ জিতলেই হবে না, মিলতে হবে অন্য ম্যাচের সমীকরণও আগামীকাল তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা ডিসেম্বর শেষ গ্রুপ ম্যাচ খেলতে হবে নেপালের বিপক্ষে

দুই ম্যাচে বাংলাদেশের পাশে এক গোল লেখা থাকলেও তা ছিল আত্মঘাতী ম্যাচের ৩০ মিনিটে আকরাম ঘানি নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাংলাদেশ ডানদিক দিয়ে আক্রমণে আসা ইব্রাহিম হুসেইনের জোরালো শটে সমতায় আসে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন