১০০ কোটি ডলারে বুরিটিকা স্বর্ণ খনি কিনছে জিজিন মাইনিং

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বুরিটিকা স্বর্ণ খনি প্রকল্প কিনছে চীনের শীর্ষ স্বর্ণ উৎপাদক প্রতিষ্ঠান জিজিন মাইনিং। কানাডার কন্টিনেন্টাল গোল্ডের কাছ থেকে ১০০ কোটি ডলারে প্রকল্পটি কিনে নিচ্ছে প্রতিষ্ঠানটি। স্বর্ণের মজুদ বৃদ্ধি আয় বাড়াতে প্রকল্পটি কিনছে জিজিন মাইনিং। বুরিটিকা স্বর্ণ খনি প্রকল্পে ১৬৫ দশমিক ৪৭ টন স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এছাড়া আরো ১৮৭ দশমিক ২৪ টন স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী বছর খনিতে কার্যক্রম শুরু করবে জিজিন মাইনিং। প্রতিষ্ঠানটি বলছে, নতুন স্বর্ণ খনির মধ্য দিয়ে তাদের মজুদ দুই হাজার টন ছাড়িয়ে যাবে। মোট উত্তোলন ২০ শতাংশ বাড়বে। সূত্র: মাইনিং ডটকম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন