আদিডটকমে বিনিয়োগ করছে প্যারাগন গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে দেশে উৎপাদিত পণ্যের প্রচার প্রসারের লক্ষ্যে গত বছর যাত্রা হয় আদিডটকমডটবিডির (aadi.com.bd) এক বছরের মাথায় প্রতিষ্ঠানটি আরো বিস্তৃত কার্যক্রমের পরিকল্পনা সামনে এনেছে। এতে আদিডটকমের সঙ্গী হয়েছে প্যারাগন গ্রুপ। আদিডটকমে বিনিয়োগ করেছে দেশের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিডটকমের ৩৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছে প্যারাগন গ্রুপ। লক্ষ্যে প্যারাগন গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সময় প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, প্রতিষ্ঠানটির পরিচালক ইয়াসমীন রহমান, আদিডটকমের চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সিইও ফাতিমা বেগম, পরিচালক এএনএমএ সাহিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ব দরবারে মেড ইন বাংলাদেশ পণ্যের প্রচার প্রসার আদিডটকমের মূল লক্ষ্য। কারিগর, নির্মাতা, খুচরা ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় কমিয়ে এনে তৈরি পোশাক, পাট চামড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি শতাধিক পার্টনারের সঙ্গে একযোগে কাজ করছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন