সিলেটে মসজিদ পুনর্নির্মাণ

মিনার ভেঙে আহত ১ ব্যাহত বিদ্যুৎ সরবরাহ

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 সিলেট নগরীতে নয়াসড়ক জামে মসজিদের মিনার ভেঙে মোস্তাক আহমেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন গতকাল দুপুরে পুনর্নির্মাণের জন্য মসজিদের পাশের মিনার ভাঙার সময় দুর্ঘটনা ঘটে সময় মিনার পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ায় নগরীর অর্ধেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া অপরিকল্পিতভাবে কাজ করার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ

জানা গেছে, নয়াসড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে পুনর্নির্মাণের জন্য সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় মসজিদটির পুরনো অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে এজন্য গতকাল সকালে মসজিদের মিনার ভাঙার কাজ শুরু করেন সিটি করপোরেশনের কর্মীরা তবে উঁচু মিনারটি ভাঙার আগে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি সড়কের যান চলাচল বন্ধ না রেখেই নিচ থেকে মিনারটি ভাঙা শুরু করেন শ্রমিকরা এর এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুরো মিনারটি সড়কের ওপর ভেঙে পড়ে এতে মোটরসাইকেল আরোহী মোস্তাক আহমেদ আহত হন মিনার ভেঙে বিদ্যুতের কয়েকটি ফিডার লাইন ছিঁড়ে যায় এবং খুঁটি হেলে পড়ে এতে নগরীর প্রায় অর্ধেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে বলেন, সিটি করপোরেশনের পরিকল্পনাহীন কর্মকাণ্ডে আমরা বিপদে পড়েছি অনেক এলাকা বিদ্যুত্হীন হয়ে পড়েছে অনেক পোল ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে, লাইন ছিঁড়ে গেছে এগুলো মেরামত করে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করতে আমরা কাজ করছি

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ঘটনায় কারো গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে তবে পরিকল্পনা ছাড়াই কাজ করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি ব্যাপারে নয়াসড়ক মসজিদ পঞ্চায়েত কমিটিরও বক্তব্য পাওয়া যায়নি

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, এসক্যাভেটর চালকের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে কারণে তাকে আটক করে থানায় নেয়া হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন