চবিতে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ শিথিল

বণিক বার্তা প্রতিনিধি চবি

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে ডাকা ছাত্রলীগের একাংশের অবরোধ শিথিল করা হয়েছে অবরোধের প্রথম দিন গতকাল সকাল ১০টার দিকে ঘোষণা  দেয়া হয়

চট্টগ্রামে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে অবরোধ শিথিলের পাশাপাশি দাবি মেনে নেয়ার জন্য তিনদিনের সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন অবরোধের ডাক দেয়া ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত থেকে তিনদিনে কয়েক দফা সংঘর্ষে জড়ান ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নেতাকর্মীরা এর মধ্যে গত রোববার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার এগারো মাইল এলাকায় সিএফসি উপগ্রুপের নেতা শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন সুমন ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল নাহিয়ান রাফিকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের নেতাকর্মীরা খবরে দুই পক্ষ বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ জলকামান ব্যবহার করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে এরই জেরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে থাকা পুলিশের পাঁচটি গাড়ি, প্রক্টরের গাড়ি ওয়াচ টাওয়ারে ভাংচুর করা হয়

দুই ছাত্রলীগ নেতার ওপর হামলার মদদদাতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ নির্দেশনা কেন্দ্রের (ছাত্র উপদেষ্টা) পরিচালক অধ্যাপক সিরাজ উদ দৌলাহকে দায়ী করে তার পদত্যাগ, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে অবরোধের ডাক দেন সিএফসি উপগ্রুপের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান সাংবাদিকদের বলেন, সংঘাতের শুরু থেকে নিবৃত্ত করে আমরা ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি রোববার দুজনের ওপর হামলার পর জিরো পয়েন্টে প্রক্টর অফিসের একটি গাড়ি পুলিশের চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে ওই সময় আমাকেও মারতে উদ্ধত হয়েছিল দুর্বৃত্তরা, কিন্তু আমি প্রাণে বেঁচে যাই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছে কোনো শিক্ষার্থীর সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করা হবে না

চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির চট্টগ্রামে আগমন উপলক্ষে আমাদের অবরোধ শিথিল করা হয়েছে আমরা তিনদিনের একটি আলটিমেটাম দিয়েছি  সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারো কঠোর আন্দোলনে যাব

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . শিরীন আখতার বলেন, স্মারকলিপি, ভাংচুরসহ সব অভিযোগ দাবি খতিয়ে দেখা হচ্ছে আর ভাংচুরের সময় বিদ্যুৎ বন্ধ<

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন