মেসি নৈপুণ্যে শীর্ষে বার্সা

ম্যাচের বেশির ভাগ সময় লিওনেল মেসি বার্সেলোনাকে খুঁজে পেতেই কষ্ট হচ্ছিল আক্রমণে গেলেও সেগুলো পরিণতি পাচ্ছিল না বরং কৃতিত্ব দিতে হয় গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে তার অসাধারণ নৈপুণ্যে নিশ্চিত গোলের হাত থেকে একাধিকবার বেঁচে গেছে বার্সা নয়তো পিছিয়ে যেতে পারত শুরুতেই তবে দলের বিপর্যয় এড়াতে শেষ পর্যন্ত খোলস থেকে ঠিকই বেরোলেন মেসি শেষ মুহূর্তে আদায় করে নিলেন গোলও মেসির গোলেই জয় তুলে নিয়ে শীর্ষস্থান দখলে রাখে কাতালান জায়ান্টরা রিয়াল মাদ্রিদের সমান ৩১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সা

ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল বার্সা তারকা আতোয়াঁ গ্রিজম্যানের অনুমেয়ভাবেই দুয়োতে তাকে স্বাগত জানায় অ্যাতলেটিকো সমর্থকরা এমন বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েই হয়তো নিজেকে কিছুটা গুটিয়ে রাখেন গ্রিজম্যান এদিন শুরুতেই জুনিয়র ফিরপোর ভুলে ম্যাচে পিছিয়ে যেতে পারত বার্সা তার পা হয়ে বল পোস্টে লাগায় শেষ পর্যন্ত বেঁচে যায় বার্সা এরপর আক্রমণে গিয়ে বার্সা ডিফেন্সে চাপ তৈরি করতে থাকে অ্যাতলেটিকো ১৯ মিনিটে অসাধারণ একই সেভে বার্সাকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়ে দেন স্টেগেন হোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে মারিও হেরমোসোর নেয়া শট ঠেকিয়ে দেন বার্সার জার্মান কিপার এদিন বেশ কয়েকবার বার্সাকে একাই বাঁচিয়েছেন স্টেগেন এদিকে চাপ থেকে বের হওয়ার চেষ্টা চালায় বার্সা কিন্তু অ্যাতলেটিকোর পরিকল্পিত ফুটবলের সামনে পেরে উঠছিল না মেসিরা তবে বার্সার ভাগ্যও এদিন ঠিক পক্ষে ছিল না পোস্টে লাগার কারণেও গোল বঞ্চিত থাকতে হয়েছে দলটিকে কোনো গোল ছাড়াই শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয় দুই দলকে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন