ডাবল সেঞ্চুরিতে রুটের রেকর্ড

হ্যামিল্টন টেস্টে ডাবল সেঞ্চুরি করে দারুণ এক কীর্তি গড়লেন ইংল্যান্ড দলনায়ক জো রুট নিউজিল্যান্ডের মাটিতে বিদেশী কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংস এখন রুটের ২২৬ এর আগে ২০০৮ সালে ১৯৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক ক্রিস গেইল রুটের অনবদ্য ইনিংসে ভর দিয়ে প্রথম ইনিংসে ১০১ রানের লিড তুলে নেয় ইংলিশরা তবে নিউজিল্যান্ডের লড়াই আর শেষ দিন বৃষ্টির সম্ভাবনা অতিথিদের জয়ের স্বপ্নকে চোখ রাঙাচ্ছে

উইকেটে ২৬৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংল্যান্ডকে ৪৭৬ রান পর্যন্ত নেয়ার বড় কৃতিত্ব রুটেরই ৪১২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এটা তার ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি ইংল্যান্ডের ইতিহাসে রুটের চেয়ে বেশি ডাবল আছে শুধুই তিনজনের (ওয়ালি হ্যামন্ড, অ্যালিস্টার কুক লেন হটন)

ষষ্ঠ উইকেটে ওলি পোপকে নিয়ে ১৯৩ রান যোগ করেন রুট পোপ ২০২ বলে ৭৫ রান করেন রুট ৪৪১ বলে ২২টি চার এক ছক্কায় ২২৬ রান করেন কিউইরা দ্বিতীয় ইনিংসে ২৮ রানে হারায় জিত রাভাল টম লাথামকে এরপর কিউইদের টানছিলেন কেন উইলিয়ামসন (৩৭*) রস টেলর (৩১*) দুজন ২৫ ওভার উইকেট আগলে রেখে বোর্ডে যোগ করেন ৬৮ রান বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন