অভিশংসন শুনানিতে যাবেন না ট্রাম্প

বণিক বার্তা ডেস্ক

 হোয়াইট হাউজ জানিয়েছে, ন্যায্যতা অভাব বোধ করায় বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া অভিশংসন শুনানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আইনজীবীরা হাজির হবেন না খবর বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট বুধবারের শুনানিতে নিজে কিংবা কোনো প্রতিনিধির মাধ্যমে উপস্থিত থাকবেন কিনা, তা জানাতে ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল

হোয়াইট হাউজ কাউন্সিল প্যাট সিপোলোনে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে পাঠানো এক চিঠিতে বুধবারের শুনানিতে ট্রাম্প অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন নিম্নকক্ষের এই কমিটির বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ মৌলিক ন্যায্যতা নিশ্চিতে ঘাটতির অভিযোগ তুলেছেন তিনি এছাড়া ডিসেম্বরের শুনানিতে অংশ নিতে হোয়াইট হাউজকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় এবং সাক্ষীদের ব্যাপারে তথ্য দেয়া হয়নি বলেও দাবি করেছেন তিনি

পরবর্তী শুনানিগুলোয় ট্রাম্পের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইলে সঠিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং পুরো প্রক্রিয়ায় ন্যায্যতা সঠিকতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন সিপোলোনে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের সূত্র ধরে যে অভিশংসন তদন্ত শুরু হয়, বুধবার প্রতিনিধি পরিষদে বিচার বিভাগীয় কমিটির শুনানির মধ্য দিয়ে এটি নতুন ধাপে উন্নীত হতে যাচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন