ভারত

আরো ৬ বিমানবন্দর বেসরকারীকরণের সুপারিশ

বণিক বার্তা ডেস্ক

ভারতের আরো ছয়টি বিমানবন্দর বেসরকারিকরণের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) ভারত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অমৃতসর, বারানসী, ভুবনেশ্বর, ইন্দোর, রায়পুর ত্রিচির বিমানবন্দরগুলো বেসরকারীকরণের জন্য এএআই সুপারিশ করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি ভারত সরকার দেশজুড়ে ১০০টির মতো বিমানবন্দর বেসরকারীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে। এরই মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার লক্ষে, আহমেদাবাদ, জয়পুর, ম্যাঙ্গালুরু, তিরুবনন্তপুরম গুয়াহাটির বিমানবন্দরগুলো বেসরকারীকরণ করেছে।

সরকারি কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ছয়টি বিমানবন্দর বেসরকারীকরণের পর গত সেপ্টেম্বরের পর্ষদ সভায় এএআই আরো ছয়টি বিমানবন্দর বেসরকারীকরণের সিদ্ধান্ত গ্রহণ করে। পর্ষদ সিদ্ধান্ত গ্রহণের পর বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছে।

ভারতজুড়ে ১০০টির বেশি বিমানবন্দর পরিচালনার দায়িত্বে মালিকানা রয়েছে এএআইয়ের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন