এনআইডি জালিয়াতি

কারাগারে ইসির দুই কর্মচারী

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসিদুই কর্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন সাগর চৌধুরী সত্যসুন্দর দে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বর্তমানে ঢাকায় কর্মরত এবং জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত নম্বর আসামি। এর আগে রোহিঙ্গাদের এনআইডি দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আবুল খায়ের ভূঁইয়া আনোয়ার হোসেন নামে ইসির দুই কর্মচারীকে গ্রেফতার করেছিল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ জানান, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি সাগর চৌধুরী সত্যসুন্দর দে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন। গতকাল আদালতে হাজির হয়ে তারা দ্বিতীয় দফা জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন