ময়মনসিংহে লোকসংগীত উৎসব ও মেলার উদ্বোধন

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহে ছয় দিনব্যাপী আঞ্চলিক লোকসংগীত উৎসব, মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি। নগরীর জিমনেশিয়াম মাঠে উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা আরো প্রসারিত করতে চাই। সাংস্কৃতিক অঙ্গনে ময়মনসিংহের যে সুনাম রয়েছে, তা রক্ষা করতে হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উৎসব উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

জেলা প্রশাসনের আয়োজন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ছয়দিনের উৎসবে লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হবে। এবারের মেলায় স্টল রয়েছে ২৮টি। এছাড়া উৎসবে লোকসংগীতের পাশাপাশি থাকছে বিতর্ক প্রতিযোগিতা। উৎসবটি চলবে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৯টা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন