ভাতার জন্য উৎকোচ গ্রহণ

বাহুবলে ইউপি সদস্যের স্বামীর কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে বয়স্ক ভাতা বিতরণের সময় উৎকোচ গ্রহণের অভিযোগে কাজল দেব (৫০) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল তাকে উৎকোচ গ্রহণের সময় হাতেনাতে আটকের পর দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত কাজল দেব উপজেলার সদর ইউনিয়নের বাহুবল গ্রামের ক্ষিরো দেবের ছেলে। তার স্ত্রী শিল্পী রানী বাহুবল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত আসনের নারী সদস্য।

বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হক জানান, গতকাল উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে বিতরণকৃত বয়স্ক ভাতার টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে যান ভাতাভোগীরা। সময় কাজল দেব সেখানে দাঁড়িয়ে প্রতিজন ভাতাভোগীর কাছ থেকে হাজার টাকা করে উৎকোচ নেন। ব্যাপারে অভিযোগ পেয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, কারাদণ্ড দেয়ার পর পরই কাজল দেবকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন