দুর্যোগের অভিজ্ঞতা বিনিময়

ঢাবিতে ৮ দেশের অংশগ্রহণে কর্মশালা

ফিচার প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপীডিপার আন্ডারস্ট্যান্ডিং অব ন্যাচারাল ডিজাস্টার রেজিলিয়েন্সশীর্ষক কর্মশালা। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত কর্মশালার মূল লক্ষ্য ছিল অনুশীলন অভিজ্ঞতা বিনিময়। কর্মশালায় বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড, তাইওয়ান, ইন্দোনেশিয়া মালয়েশিয়া আটটি দেশের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

তিনদিনের কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী গবেষকরা নিজ নিজ দেশে বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি কালবৈশাখীর মতো দুর্যোগ কীভাবে মোকাবেলা করা হয়, তা বর্ণনা করে পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সের সেমিনার কক্ষে তিন দিনব্যাপীডিপার আন্ডারস্ট্যান্ডিং অব ন্যাচারাল ডিজাস্টার রেজিলিয়েন্সশীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক . এএসএম মাকসুদ কামাল।

কর্মশালায় ডা. মো. এনামুর রহমান বলেন, ভৌগোলিক অবস্থান জলবায়ু পরিবর্তনের কারণে আমরা প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগের মুখোমুখি হই। এসব দুর্যোগ মোকাবেলা সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রশিক্ষণ, অনুশীলন অভিজ্ঞতা বিনিময় কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। সব মিলিয়ে দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ খুবই জরুরি। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন