নেপালে এসএ গেমসের পর্দা উঠছে আজ

ক্রীড়া প্রতিবেদক

 এসএ গেমস শুরুর আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশ নারী ভলিবল দলের দৌড়! ছেলেরা অবশ্য আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সেমিফাইনালে পাকিস্তানকে মোকাবেলা করবে লাল-সবুজরা মশাল প্রজ্বালনের আগে ভলিবল শুরু হলেও গেমসের আসল লড়াই শুরু হবে আজ

আজ আনুষ্ঠানিক উদ্বোধন দিয়ে শুরু হচ্ছে গেমস খেলা হবে নেপালের দুই শহর কাঠমান্ডু পোখারায় গেমসের জন্য ৫৯৫ সদস্যের বড় কন্টিনজেন্ট পাঠিয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলের ক্রীড়াযজ্ঞের ত্রয়োদশ আসরে খেলা হবে ২৭ ডিসিপ্লিনে প্যারাগ্লিডিং ট্রায়াথলন ছাড়া বাংলাদেশ অংশগ্রহণ করবে বাকি ২৫ ডিসিপ্লিনে গত আসরে জোড়া স্বর্ণপদক জয় করা সাঁতারু মাহফুজা খাতুন শীলা এবার পুলে নামছেন না আজ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা অবশ্য কৃতী সাঁতারুর হাতেই থাকছে

এটা অনেক বেশি সম্মানের জাতীয় পতাকা বহনের সুযোগ করে দেয়ায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্ট নিয়ে আমি আপ্লুত’—নেপাল থেকে বণিক বার্তাকে বলছিলেন শীলা

যেকোনো আন্তর্জাতিক ক্রীড়া আসরে শুটিং আরচারি থাকে প্রত্যাশার কেন্দ্রে এবারো ব্যতিক্রম হচ্ছে না আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক নৈপুণ্যের কারণে সম্ভাবনার প্রদীপ হয়ে জ্বলছে ফুটবলও ক্রিকেট নিয়েও বড় প্রত্যাশা লাল-সবুজদের এছাড়া ভারোত্তোলন, তায়কোয়ান্দো, কারাতে থেকেও স্বর্ণপদকের প্রত্যাশা করা হচ্ছে

গত আসরে জোড়া স্বর্ণপদক পাওয়া সাঁতার এবার পাদপ্রদীপের আলোর বাইরে তার পরও ডিসিপ্লিন থেকে ভালো কিছুরই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা সে লক্ষ্যে গেমস শুরুর অনেক আগেই নেপালে গিয়ে অনুশীলন শুরু করে বাংলাদেশ সাঁতার দল ২০০৬ সালের পর থেকে স্বর্ণপদক না পাওয়া অ্যাথলেটিকসে আশার প্রদীপ হয়ে আছেন ৪০০ মিটারের দৌড়বিদ জহির রায়হান এছাড়া হাইজাম্পে মাহফুজুর রহমানকে ঘিরেও পদকের প্রত্যাশা রয়েছে দুজন সম্প্রতি ভারতের জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ থেকে স্বর্ণপদক নিয়ে ফিরেছেন

বরাবরই সম্ভাবনাময় ডিসিপ্লিন হিসেবে উচ্চারিত হয় আরচারির নাম এবার সে সম্ভাবনার ফুল ফোটানোর প্রেক্ষাপট তৈরি হয়ে আছে পরাশক্তি ভারত আরচারিতে অংশগ্রহণ করছে না বাংলাদেশ ডিসিপ্লিনে পরিষ্কার ফেভারিট ১০ স্বর্ণপদকের অধিকাংশই জয়ের প্রত্যাশা করছে লাল-সবুজরা সে লক্ষ্যে থাইল্যান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লাল-সবুজের তীরন্দাজরা বিগত আসরগুলোয় ভারত বাধার সামনে বারবার থমকে দাঁড়ানো বাংলাদেশ এবার সোনালি হাসির স্বপ্ন দেখছে

আরেক সম্ভাবনাময় ডিসিপ্লিন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন