রজার্সকে নিলেই ক্ষতিপূরণ!

টটেনহাম কর্তৃক মাউরিসিও পচেত্তিনো ছাঁটাই হওয়ার পর কোচের আলোচনায় ছিলেন ব্রেন্ডন রজার্স যদিও হোসে মরিনহোকে দিয়ে কোচের শূন্যপদ পূরণ করেছে স্পার্সরা আরেকবার আলোচনায় তিনি এবার আর্সেনালের কোচের পদের জন্য শুক্রবার স্প্যানিশ কোচ উনাই এমেরিকে বরখাস্ত করে গানাররা পদের রেসে পচেত্তিনো রজার্স দুজনই আছেন রজার্সের নাম ওঠার পরই লেস্টার সিটির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, যে ক্লাবই তাদের কোচকে পেতে চাইবে, তাদের গুনতে হবে কোটি ৪০ লাখ পাউন্ড!

গত জানুয়ারিতে স্কটিশ জায়ান্ট সেল্টিক ছেড়ে লেস্টারের দায়িত্ব নেন লিভারপুলের সাবেক কোচ রজার্স তিনি দায়িত্ব নেয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগে বদলে যায় লেস্টার ম্যানসিটি, চেলসি, আর্সেনাল, ম্যানইউ টটেনহামের মতো বড় দলকে পেছনে ফেলে মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা রজার্সকে পেয়ে দারুণ খুশি ফক্সেসখ্যাত দলটির ম্যানেজমেন্ট এমনই সময় তার আর্সেনালে নাম লেখানো নিয়ে গুঞ্জন স্বভাবতই ক্লাবটি অসন্তুষ্ট

আর্সেনালের কোচের রেসে পচেত্তিনো রজার্স ছাড়াও আছেন উলভারহ্যাম্পটন বস নুনো এসপিরিতো সান্তিও

ক্লদ পুয়েলের জায়গায় রজার্সকে নিয়োগ করেছিল লেস্টার এক বছরের মাথায় তাকে হারাতে চায় না বলেই ক্লাবটি বেশ হার্ডলাইনে টেলিগ্রাফ জানায়, রজার্সকে হারাতে বাধ্য হলে ক্ষতিপূরণ হিসেবে কোটি ৪০ লাখ পাউন্ড দাবি করবে ২০১৬ সালের লিগ চ্যাম্পিয়নরা যদিও রজার্স শুক্রবারই এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, লেস্টারেই থাকতে চান তিনি তার কথায়, সেল্টিকে থাকতে আমি ভাবতাম, যতটা সম্ভব আমি দলকে টেনে নিয়েছি কিন্তু এখন ভাবছি, ক্লাবটির আরো কিছু করার সামর্থ্য আছে আমরা একত্রে ভালো কিছু অর্জন করতে পারি

লেস্টারও ক্ষতিপূরণ দিয়ে উড়িয়ে এনেছিল রজার্সকে তাকে আনতে সে সময় সেল্টিককে ৯০ লাখ পাউন্ড দিয়েছিল লেস্টার এখন তাকে হারাতে চায় না ক্লাবটি যদি তাকে হারাতেই হয়, তবে ক্ষতিপূরণ হিসেবে মোটা অংকই চাইবে তারা

১৩ ম্যাচে ৯টি জয় পাওয়া লেস্টার সিটি ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি অবশ্য মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে রজার্সের দলের চেয়ে গতকাল নিউক্যাসলকে হারিয়ে দুইয়ে ওঠার সুযোগ ছিল ম্যানসিটির সামনে আজ এভারটনকে হারাতে পারলে অবশ্য দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে ফক্সেসরা

রক্ষণ দিয়েও এবার অন্যদের চমকে দিচ্ছে লেস্টার চলত??

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন